আর্জেন্টিনার গোল দুটি ছিল মনকাড়া

আর্জেন্টিনা ২-০ গোলে জয় লাভ করে এবং পুরো বিশ্বকে দেখিয়ে দেয় তারা এত আগেই চলে যেতে আসেনি।
আর্জেন্টিনার গোল দুটি ছিল মনকাড়া

ফুটবল বিশ্বকাপকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। এবার বিশ্বকাপের আসর বসেছে কাতারে।

আমি ফুটবল খেলায় ব্রাজিলের সমর্থক। বাংলাদেশে বিশ্বকাপের উন্মাদনা তো ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরেই। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের সঙ্গে অপ্রত্যাশিতভাবে হেরে যায় আর্জেন্টিনা।

অন্যদের মতো আমি খুশি হতে পারিনি। কারণ আর্জেন্টিনায় রয়েছেন লিওনেল মেসি। যিনি বর্তমান ফুটবলের একজন জ্বলজ্যান্ত নক্ষত্র। যার পায়ের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব।

এই বিশ্বকাপটা হয়ত মেসির জন্য শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তাই এমন একটা সময়ে তার দলের হারটা মেনে নেওয়া যায় না।

মেসি ও আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন পূরণের লক্ষ্যে আসা দলটির পরের ম্যাচ ছিল বাঁচা মরার লড়াই। যেটি ছিল মেক্সিকোর সঙ্গে।

ম্যাচটি শুরু হওয়ার প্রথম ২৫ মিনিট ছিল এলোমেলো। প্রথমার্ধের খেলা ছিল হতাশাজনক। এই সুযোগটা নিয়েছে ব্রাজিল সমর্থকরা। নানাভাবে এটা নিয়ে ট্রল ও মজা করেছে তারা।

দ্বিতীয়ার্ধের খেলা বদলে দেয় পুরো চিত্র। মেসির জাদুকরী মনকাড়া গোলে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। অবশেষে আর্জেন্টিনা ২-০ গোলে জয় লাভ করে এবং পুরো বিশ্বকে দেখিয়ে দেয় তারা এত আগেই চলে যেতে আসেনি। তারা জয় করতে এসেছে।

ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করে তারা অন্য দলকে আক্রমণ করে না। সুতরাং কেউ ভালো খেলেছে এটা স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: টাঙ্গাইল।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com