এই ধরনের আচরণ তাদের কাছে মজা হলেও বডি শেমিংয়ের শিকার হওয়া আমার বন্ধুদের উপর এর বেশ প্রভাব পড়তে দেখেছি।
Published : 30 Oct 2024, 08:58 PM
আমাদের ক্লাসের কিছু শিক্ষার্থীকে নানাভাবে বডি শেমিংয়ের শিকার হতে দেখি। অথচ যারা এই কাজ করছে তারাও আমাদের ক্লাসেরই শিক্ষার্থী।
তারা অন্যের শারীরিক গঠন, আকার, আকৃতি বা চেহারা নিয়ে মশকরা করে থাকে। একজন একটু স্বাস্থ্যবান বলে তাকে মোটা, হাতি ইত্যাদি নানা নামে ডাকে। কিন্তু এই ধরনের হয়রানি আমার একেবারেই ভালো লাগে না। আমি মনে করি কাউকে এসব নামে ডাকা উচিত নয়।
এই ধরনের আচরণ তাদের কাছে মজা হলেও বডি শেমিংয়ের শিকার হওয়া আমার বন্ধুদের উপর এর বেশ প্রভাব পড়তে দেখেছি। যাদের এই ধরনের নামে ডাকা হয় তারা শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। এতে তাদের আত্মবিশ্বাসের ক্ষতি হচ্ছে।
শুধু তাই নয়, এই ধরনের ঘটনা বন্ধুত্বের পরিবেশও নষ্ট করে। আমি খেয়াল করে দেখেছি, বডি শেমিংয়ের শিকার আমার এক বন্ধু বেশ কিছুদিন স্কুলেও আসেনি। যা নিশ্চয় তার পড়াশোনার উপরও প্রভাব ফেলেছে।
এছাড়া এ ধরনের ঘটনা বন্ধুদের মধ্যে বিরোধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি করে। তাই আমার মনে হয় শ্রেণিকক্ষের সবার উচিত একে অপরকে সমর্থন করা এবং একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করা।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিরাজগঞ্জ।