'এই পথশিশুদের নিয়ে ভাবার যেন কেউ নেই। আমরা কেউই এদের নিয়ে ভাবি না অথচ তারা এই দেশেরই সন্তান।'
Published : 12 Feb 2024, 02:25 PM
পথশিশুদেরও আমাদের মতো স্কুলে যাওয়ার, বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর, পরিবারে থেকে বেড়ে ওঠার অধিকার আছে।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের ঠাঁই হয়েছে পথে।
এই শিশুরা সব রকমের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা, বাসস্থান কিংবা চিকিৎসা কিছুই যেন জোটে না এদের কপালে।
আমি কয়েকটা পরিসংখ্যানে দেখেছি দেশে পথশিশুদের সংখ্যা ৩০ লাখের মতো।
এই পথশিশুদের নিয়ে ভাবার যেন কেউ নেই। আমরা কেউই এদের নিয়ে ভাবি না অথচ তারা এই দেশেরই সন্তান।
আমি চাই, আমাদের সমাজ যেন পথশিশুদের অবহেলা না করে। রাষ্ট্র যেন তাদের নিয়ে ভাবে, তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়, তাদের পুনর্বাসন করে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: নীলফামারী।