শিক্ষকের সেই কথাগুলো আমাকে অনেক সাহস দিয়েছে।
Published : 25 Jan 2025, 08:27 PM
মানুষের সামনে কথা বলতে আমি খুবই ভয় পেতাম। বিশেষ করে মাইকের সামনে বা অনেক মানুষের সামনে।
মাইকে কথা বলতে হবে এটা ভাবলেই মনে হতো, আমার গলা কাঁপবে, শব্দ আটকে যাবে এবং সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তবে আমাদের স্কুলের বিদায় অনুষ্ঠান সেই ভয় কাটানোর একটি বড় সুযোগ হয়ে আসে।
শিক্ষকরা আমাকে অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব দিলেন। প্রথমে আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, এত বড় দায়িত্ব পালনের জন্য আমি মোটেই প্রস্তুত নই। কিন্তু আমার এক শিক্ষক সাহস দিলেন।
তিনি বলেছিলেন, “তুমি পারবে, শুধু আত্মবিশ্বাস রাখো। আর কল্পনা করো সামনে কেউ নেই। তুমি একা আছ, নিজের সঙ্গে কথা বলছো। তখন আর ভয় লাগবে না।”
শিক্ষকের সেই কথাগুলো আমাকে অনেক সাহস দিয়েছে। আমি অনুষ্ঠান পরিচালনার স্ক্রিপ্ট বারবার পড়তে লাগলাম এবং আয়নার সামনে দাঁড়িয়ে চর্চা শুরু করি।
যেদিন অনুষ্ঠান হল, সেদিন মাইকের সামনে দাঁড়িয়ে প্রথম কয়েকটি শব্দ বলার সময় সত্যিই একটু ভয় লাগছিল। মনে হচ্ছিল, গলাটা কাঁপছে। কিন্তু যখন শিক্ষকের কথাগুলো মনে করলাম এবং নিজের মনকে বোঝালাম যে সামনে কেউ নেই, তখন ধীরে ধীরে ভয় কেটে গেল।
পুরো অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করলাম। অনুষ্ঠান শেষে শিক্ষক ও বন্ধুরা আমার কাজের খুব প্রশংসা করলেন।
সেদিন আমি বুঝতে পেরেছিলাম, মাইকের সামনে কথা বলার প্রথম এবং একমাত্র বাধা হল ভয়। একবার সাহস করে শুরু করতে পারলেই ভয় আর থাকে না।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঠাকুরগাঁও।