সেশনগুলো সম্পন্ন করার পর সনদ বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘটে।
Published : 06 Feb 2025, 08:39 PM
বইয়ের বাইরেও আমাদের অনেক কিছু শেখার আছে- এই উপলব্ধিটা করতে পেরেছি একটি প্রশিক্ষণে অংশ নেওয়ার পর।
তরুণদের নেতৃত্ব বিকাশে এক যুগের বেশি সময় ধরে কাজ করা একটি প্রতিষ্ঠান দুই দিনব্যাপী একটি ক্যাম্পের আয়োজন করে। আমার নিজ জেলায় নয়, আয়োজনটা ছিল রাজধানী ঢাকায়। তবুও আমি সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি।
সেই ক্যাম্পে প্রথম দিনের প্রথম সেশনের শিরোনাম ছিল 'নীতি ও নেতৃত্বের সংযোগ'। এখান থেকে আমি শিখেছি নেতা হওয়া মানে শুধু কথা বলা নয়। ভালো নেতা হতে হলে সঠিক সিদ্ধান্ত নিতে জানতে হয়।
দ্বিতীয় সেশন 'সিস্টেম ডায়াগনোসিস' থেকে শিখেছি, কীভাবে কোনো সমস্যার গভীরে গিয়ে তার প্রকৃত কারণ খুঁজে বের করতে হয়। সমস্যার সমাধান তখনই সম্ভব, যখন আমরা আসল সমস্যাকে চিহ্নিত করতে পারব।
এদিন আমরা আট বিভাগের তরুণদের দেওয়া বিভিন্ন নীতি প্রস্তাব পর্যালোচনা করি। আমার দল লাইভলিহুড (জীবিকা) নিয়ে কাজ করেছিল। প্রথমে বিষয়টি সহজ মনে হলেও এটি ভালোভাবে বুঝতে গিয়ে জানতে পারি, জীবিকা শুধু অর্থ উপার্জনের
বিষয় নয় বরং এটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছোট একটি নীতির পরিবর্তনও কারও জীবনে বড় প্রভাব ফেলতে পারে।
দ্বিতীয় দিনে আমরা দলগতভাবে একটি উপস্থাপনা করি। যা ছিল গবেষণার ভিত্তিতে তৈরি করা সুপারিশ। অন্যান্য দলের সদস্যরাও আমাদের মতই তাদের সুপারিশগুলো উপস্থাপন করে।
এরপর 'স্টেয়িং অ্যালাইভ' সেশনে শেখানো হয় নেতা হতে গেলে ঝুঁকি নিতে হয়। ব্যর্থতা মানেই সব শেষ হয়ে যাওয়া নয়, বরং এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। সবশেষে 'নীতির বাস্তব প্রয়োগ' নিয়ে আলোচনা করা হয়।
সেশনগুলো সম্পন্ন করার পর সনদ বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘটে। এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি- নীতি কেবল কাগজের নিয়ম নয়, এটি মানুষের জীবনের অংশ। পাশাপাশি এই ক্যাম্পটি আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং আমার নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়ক হবে বলে মনে করি।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।