আমরা পাহাড় কেটে সমতল বানানোর প্রতিযোগিতা করছি। পাহাড়ের বৃক্ষ নিধন করছি, মাটি কাটছি। কোথাও কোথাও পর্যটন কেন্দ্র স্থাপনের নামে পাহাড়ের জীববৈচিত্র্যকে ধ্বংস করছি।
Published : 10 Jun 2024, 07:26 PM
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড়ের অবদানের কথা আমরা সকলে জানি। পাহাড়ের জীববৈচিত্র আমাদের পরিবেশের বাস্তুতন্ত্রেও অবদান রাখছে। কিন্তু এই পাহাড়ের প্রতি আমরা কি সদয় আচরণ করছি?
আমরা পাহাড় কেটে সমতল বানানোর প্রতিযোগিতা করছি। পাহাড়ের বৃক্ষ নিধন করছি, মাটি কাটছি। কোথাও কোথাও পর্যটন কেন্দ্র স্থাপনের নামে পাহাড়ের জীববৈচিত্র্যকে ধ্বংস করছি। এইসব অপরিণামদর্শী কাজের ফল আমাদেরকে ভোগ করতে হবে।
১০ জুন আমার জেলা সিলেটে পাহাড় ধসে তিনজন মানুষ মারা যায়। শুধু আমার জেলা নয়, ভারী বৃষ্টিপাতের ফলে অনেক জেলায় প্রায়ই পাহাড় ধসের ঘটনা ঘটতে দেখা যায়।
আমি মনে করি পাহাড়ের মাটি কাটা, অবাধে বৃক্ষ নিধন ও পাহাড়ে অপরিকল্পিত বসতি স্থাপন এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী। আমি মনে করি পাহাড় ধসের মতো দুর্ঘটনায় মানব সৃষ্ট।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে পাহাড় রক্ষায় মনোযোগ দিতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।