'চারিদিকের অস্থিতিশীল অবস্থার কারণে সব সময়ই একটা দুশ্চিন্তা, একটা ভয় কাজ করে'
Published : 01 Aug 2024, 11:28 PM
আমি সাধারণত খুব সকালে ঘুম থেকে উঠি। এরপর ফ্রেশ হয়ে পড়তে বসি। একটা রুটিন মেনেই স্বাভাবিক ভাবে দিন পার হতো। কিন্তু কারফিউয়ের সময়টাতে সে রুটিনটা নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে আমরা কেউই যেন আর স্বাভাবিক জীবনে নেই।
চার দেয়ালের মাঝে কেউই আটকে থাকতে চায় না। এই ঘরবন্দী জীবন পীড়াদায়ক হয়ে উঠেছে। স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে সব কিছুই কেমন অগোছালো লাগছে। প্রতিদিনের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। মাঝে কিছু দিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে স্বজনদের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আর পড়াশোনার ক্ষতি হয়েছে তো বটেই।
তবে এই সময়গুলো পরিবারকে সময় দিতে পেরেছি। এছাড়া কম্পিউটারের কিছু স্কিলও ডেভেলপ করেছি। একাডেমিক বই ছাড়া অন্য বই পড়ার পরিমাণও বেড়েছে।খেলাধুলার মধ্যে দাবা, ক্যারামসহ বিভিন্ন ইনডোর গেম খেলে সময় পার করার চেষ্টা করছি।
কিন্তু তাও অস্থিরতা তো রয়েই যায়। চারিদিকের অস্থিতিশীল অবস্থার কারণে সব সময়ই একটা দুশ্চিন্তা, একটা ভয় কাজ করে। আমার দেশ তো ভালো নেই, আমি কীভাবে ভালো থাকি!
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।