এদিন বাসায় ছিল সুস্বাদু খাবারের আয়োজন।
Published : 16 Feb 2025, 07:47 PM
বসন্ত আমার প্রিয় ঋতু, কারণ এসময় প্রকৃতি ততটা চরমভাবাপন্ন থাকে না। শীত ও গ্রীষ্মের মাঝামাঝি এই সময়ে চারপাশ এক অপূর্ব সৌন্দর্যে সেজে ওঠে।
আমি রাজধানীর একপ্রান্তে থাকি, যেখানে শহরের কোলাহল নেই বললেই চলে। আমাদের এখানে বাইরে বের হলেই বসন্তের রঙিন প্রকৃতি চোখে পড়ে। যা আমাকে শৈশবে নিয়ে যায়।
ছোটবেলায় বসন্ত এলেই প্রতিদিন কোনো না কোনো গাছের নিচে ফুল কুড়াতাম। এখনো ফুল কুড়াতে লজ্জা পাই না, তবে শৈশবের সেই বসন্ত আর ফিরে আসে না।
গেল বছর আমাদের এসএসসি পরীক্ষার মাঝে পহেলা ফাল্গুন এসেছিল। পড়াশোনার ভীষণ চাপ থাকা সত্ত্বেও আমার বসন্তবরণ থেমে থাকেনি। আর এবারের পহেলা ফাল্গুন কেটেছে আরও ঘটা করে। বাবা-মায়ের বিবাহবার্ষিকীও ছিল একই দিনে। যা আমাদের বসন্তবরণের উৎসবে বাড়তি আমেজ যোগ করে।
এদিন বাসায় ছিল সুস্বাদু খাবারের আয়োজন। আর পরিবারের সবাই সেজেছিল নানা রঙের পোশাকে। আমি পরেছিলাম শাড়ি।
তবে গত দুই দিনে গণমাধ্যমে প্রকাশ হওয়া কিছু খবর মন খারাপ করে দেয়। খবরে পড়েছি, বসন্তবরণ উৎসব পালনে বাধা দেওয়া হয়েছে কয়েক স্থানে। হামলা হয়েছে ফুলের দোকানেও।
বসন্তবরণ একটি সাংস্কৃতিক উৎসব, যা আমাদের প্রকৃতির সঙ্গে যুক্ত। যেখানে অংশগ্রহণে ধর্ম, বর্ণ, লিঙ্গ বাধা হতে পারে বলে আমার মনে হয় না।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।