ঘুরে এলাম কক্সবাজারের 'মিনি বান্দরবান' (ভিডিওসহ)

১১টা নাগাদই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে।

দিনটা ছিল সাপ্তাহিক ছুটির, অর্থাৎ শুক্রবার। তাই পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা হলো।

আমরা ঠিক করলাম বাড়ির কাছে 'মিনি বান্দরবান' ঘুরতে যাব। গন্তব্যের নাম শুনে মনে হতে পারে বান্দরবানের কোনো জায়গা হবে হয়ত। তবে এটা বান্দরবানে না, কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছেই এই জায়গা।

সকাল ১০টায় আমরা বাসা থেকে বেড়িয়ে পড়লাম 'মিনি বান্দরবানের' উদ্দেশ্যে। ১১টা নাগাদই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে।

উঁচু-নিচু, আঁকা-বাঁকা পাহাড়ি পথ। কক্সবাজারের রেজুখাল ঘেষা দৃষ্টিনন্দন গোয়ালিয়ার পাহাড়ি অঞ্চল স্থানীয়দের কাছে 'মিনি বান্দরবান' নামে পরিচিত।

পাহাড়, সমুদ্র, নদী-খাল, সারি সারি সুপারি বাগানের গোয়ালিয়া গ্রামটি পর্যটকদের বেশ আকর্ষিত করছে। ভূ-প্রাকৃতিক গঠনের কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা এক সময় বেশ নাজুক ছিল। পাহাড়বেষ্টিত গোয়ালিয়া ভৌগলিক গঠন ও অঞ্চলকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে।

দু'পাশে পাহাড় আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। যা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। সমুদ্র দেখতে এসে পাশাপাশি পাহাড় দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন এই 'মিনি বান্দরবানে'।

সারাদিন কাটিয়ে সন্ধ্যায় আমরা বাড়ি ফিরে আসি। কিন্তু বাড়ি ফিরেও বার-বার মনে পড়ছিল সেখানকার সৌন্দর্যের কথা, সেখানকার মানুষের কথা।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: কক্সবাজার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com