রোজা আমার মনকে শান্ত করে।
Published : 12 Mar 2025, 08:45 PM
রোজার মাস এলেই আমার খুব আনন্দ হয়। মাসজুড়ে ঈদ ঈদ আবহ থাকে। এবার রোজার মাসে স্কুল বন্ধ থাকায় এই ছুটিতে বাসায় পড়াশোনা করার পাশাপাশি বড়দের কাজে সাহায্য করি।
বাড়ির বিভিন্ন কাজের মধ্যে ইফতার তৈরিতে সাহায্য করা আমার প্রিয় কাজ। ইফতার আয়োজনের এই সময়টা আমি খুব উপভোগ করি।
আমাদের বাড়ির পাশের মসজিদেও ইফতারের আয়োজন থাকে। মাঝে মাঝে সেখানেও ইফতার তৈরির কাজে সাহায্য করি। মসজিদে ইফতার সাজানো, পরিবেশন করা খুবই উপভোগ করি।
আবার কখনো বন্ধুদের সঙ্গে, কখনো মসজিদে আবার কখনো আত্মীয়দের বাড়িতেও আমি ইফতার করি। এই মুহূর্তগুলো আমার কাছে রোজাকে আরও আনন্দপূর্ণ করে তোলে।
দিনের শেষে সূর্যাস্তের অপেক্ষায় থাকি। লালচে আকাশে সূর্য ডোবার দৃশ্য দেখে মন ভরে যায়। মসজিদ থেকে আজানের সুর ভেসে এলে পানি পান করি। এই মুহূর্তটা খুব প্রশান্তি দেয় আমাকে।
রোজা আমার মনকে শান্ত করে। আমি সংযমী হওয়ার চেষ্টা করি, শুদ্ধ হওয়ার চেষ্টা করি। আমি চাই সারা বছর আমি যেন সততার সঙ্গে চলতে পারি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: নওগাঁ।