
প্রতিনিধিত্বশীল ছবি
মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো খাদ্য। কিন্তু অনেক শিশুকে এই খাবারের জন্যই লড়াই করতে হয়।
বিভিন্ন স্টেশন বা উড়ালসেতুর নিচে আমরা ঠিকানাবিহীন অনেক শিশুকে দেখতে পাই। এই শিশুদের অনেকে ফেরি করে পানি বিক্রি করে বা পান-সিগারেট বিক্রি করে। ভালো পোশাক বা বিলাসিতা নয়, একটু খাবারের জন্যই তাদের এই ছুটে চলা।
এই শিশুরা পছন্দের খাবার খুব কমই খেতে পায়। তাদের আবদারের জায়গাটাও সেভাবে নেই। কারো কাছে চেয়ে বা নিজে কিছু টাকা জমিয়ে তারা খাবার জোগাড় করে।
দু’মুঠো খাবারের জন্য যখন এতটা কষ্ট করছে একদল মানুষ সেখানে আমরা অনেকেই অপচয় করি খাবার। কিন্তু আমরা যদি একটু এই শিশুদের কথা একটু ভাবি এবং অপচয় না করে এই শিশুদের জন্য কিছু একটা করি তাহলে নিশ্চয় মন্দ হবে না।
শিশুদের জন্য কাজ করার অর্থ হলো দেশের জন্য অবদান রাখা। ভাসমান কিংবা পথশিশুদের মধ্যেও রয়েছে সম্ভাবনা। তারা বঞ্চিত বলে যে তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়, এটা মিথ্যা। তারাও হতে পারে দেশের নিয়ন্তা।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: জামালপুর।