কুসংস্কার দূর হবে কবে?

“আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাই, অনেক শিশুকেই দেখি এ অবস্থায়।”
কুসংস্কার দূর হবে কবে?

আমাদের সমাজে অনেক ধরনের কুসংস্কার আছে। আমরা কম বেশি সবাই বিভিন্ন সময়ে এসব কুসংস্কারের মুখোমুখি হয়েছি।।

এই বছরের মার্চ মাসে জন্ম নেয় আমার জমজ দুই ভাই। তাদের জন্মের পর থেকেই পরিচিতজনেরা নানা পরামর্শ দিয়েছেন। যেমন শিশুদের কপালে কাজলের কালো টিপ দেওয়া। এতে নাকি মানুষের খারাপ নজর লাগবে না। যদিও আমার পরিবার কুসংস্কার বিশ্বাস করে না।

একই কারণে শিশুদের কোমরে কালো সুতা বেঁধে দিতেও বলেছেন কেউ কেউ। যদিও আমরা এসবের কিছুই করিনি। এসব কুসংস্কার অবশ্য আগের থেকে এখন অনেক কমে এসেছে। আমার মা-বাবা এসব কুসংস্কার মানেনে না। আমার দাদি, নানি, ফুপি, খালারাও এসবের বিরোধিতা করেছেন।

আমাদের দেশের অনেক শিশুকেই জন্মের পর কাজলের কালো টিপ, কোমরে কালো সুতা পরানো হয়। এসব বেশি দেখা যায় গ্রামে। আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাই, অনেক শিশুকেই দেখি এ অবস্থায়।

আবার এমন অনেক কুসংস্কার আছে যাতে মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরকমই একটি কুসংস্কার কানে তেল দেওয়া। কানে কোনো সমস্যা বোধ হলে কুসংস্কারাচ্ছন্ন সমাজে এক ধরনের চিকিৎসা পদ্ধতি চালু আছে। এতে গরম তেল কানে ঢেলে দেওয়া হয়। এতে কানে দীর্ঘমেয়াদি সমস্যা হতে পারে।

যেসব এলাকায় হাসপাতালে চিকিৎসা নেওয়ার নাই কিংবা যেসব এলাকায় নিম্ন আয়ের মানুষ বেশি থাকে সেখানে এসব চিকিৎসা পদ্ধতি বেশি দেখা যায়। কারণ কম টাকায় তারা স্বাস্থ্য সুরক্ষা চান।

আমার ধারণা শিক্ষা ও বিজ্ঞান চর্চা যত বাড়বে তত দ্রুত দূর হয়ে যাবে এসব কুসংস্কার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com