অনলাইনে থাকো নিরাপদে

অনলাইনে থাকো নিরাপদে

সাইবার বুলিং আরেকটি আতঙ্কের নাম। কিশোর-কিশোরীরা অনেক বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ব্যাপক উপস্থিতি থাকলেও আমরা বেশিরভাগই তা সচেতনতার সঙ্গে ব্যবহার করি না।

মাঝে মাঝে অনেক ফেইসবুক পাতা চোখে পড়ে যেখানে নানা ধরনের পণ্য কিনতে পাওয়া যায়। এরকম অনেক পাতা আছে যেখানে আমরা নানা রকম পণ্য কিনতে গিয়ে প্রতারিত হচ্ছি। আবার অনেক লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদেও পা দিয়ে দেই আমরা।

অনলাইন জগৎ ঘিরে মানুষের আনাগোনা যত বাড়ছে ততই অপরাধের মাত্রাও বাড়ছে বলে আমার মনে হয়।

এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হওয়া একটি বড় আতঙ্কের নাম। এভাবে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা।

সাইবার বুলিং আরেকটি আতঙ্কের নাম। কিশোর-কিশোরীরা অনেক বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়। শুধু যে বাংলাদেশ তা নয়, পুরো দুনিয়া জুড়েই এমনটা ঘটছে বলে নানা সময় খবরে দেখতে পাই।

অনলাইন জগতের এসব অপরাধ থেকে বাঁচতে আমাদের সচেতনতার বিকল্প নেই। আমার মতে, নিজের একেবারেই ব‍্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। এতে করে নিজের গোপনীয়তা বজায় থাকে।

অনলাইনে বন্ধু নির্বাচনেও সতর্কতা প্রয়োজন। যাকে তাকে বন্ধু না বানিয়ে ভালো করে খোঁজ নিয়েই বরং একজন মানুষকে বন্ধু বানানো উচিত। এত দূরে বসে আমরা একটা মানুষকে বন্ধু বানাচ্ছি, সুতরাং কোথায় থাকে, কী করে ইত্যাদি প্রাথমিক তথ্যগুলো অন্তত জেনে নেওয়া উচিত।

এছাড়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমকে সুরক্ষিত রাখতেও আমাদের সচেতন থাকতে হবে।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com