হ্যালোতে লেখার নিয়ম

হ্যালোতে লেখা ও ছবি পাঠানোর জন্য কী কী করতে হবে?
হ্যালোতে লেখার নিয়ম

বয়স ১৮-র কম হলে, হ্যালোতে লেখা পাঠানো যাবে। তার আগে খুব ভালো করে হ্যালোতে (hello.bdnews24.com) ছাপানো লেখা, ছবি ও ভিডিও স্টোরিগুলো পড়তে হবে। এরপরে নিজের লেখা, ছবি ও ভিডিও স্টোরি [email protected] এই মেইলে পাঠানোর আগে লেখাটি ওয়ার্ড ফাইলে সেভ করে .docx ফাইলে, ছবি, .jpg ফরম্যাটে পাঠাতে যাবে। ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে গেলে তা গুগল ড্রাইভে পাঠাও। কোনো বানানো লেখা বা অন্য জায়গায় ছাপানো লেখা বা ছবি অথবা ভিডিও, নকল করে পাঠানো যাবে না।

সৈয়দা মৌ জান্নাত

সহ-সম্পাদক, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com