শুভ জন্মদিন ফেইসবুক

ফেইসবুকের যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি। সে হিসেবে বৃহস্পতিবার ফেইসবুকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বিখ্যাত হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় শখের বশে মার্ক জাকারবার্গ তৈরি করেন ফেইসবুক নামক জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি।

সেই সময় তিনি নিজের বন্ধুদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য তৈরি সাইটটি উন্মুক্ত করেছিলেন। সময়ের পরিবর্তনে বর্তমানে এই সাইটটি বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের খেতাব পেয়েছে।

ফেইসবুক তৈরিতে মার্ক জাকারবার্গের সঙ্গে তার আরও চার বন্ধু ছিলেন। তারা হচ্ছেন ডাস্টিন মোস্কোভিটস, এডোয়ার্ডো সেভেরিন, অ্যান্ড্রিও ম্যাককলাম ও ক্রিশ হুগিশ।

ব্যাপক সফলতার জন্য ২০০৭ সালে ফেইসবুক নজর কাড়ে প্রযুক্তি নির্মাতাদের।

এ সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সে বছর ২৪ কোটি ডলারে মাইক্রোসফট কিনে নেয় ফেইসবুকের ১.৬ ভাগ শেয়ার।

২০১০ সালের জুলাইয়ে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৫০ কোটিতে।আর ২০১২ সালে তা প্রায় শত কোটিতে পৌঁছায়।

২০১৫ সালের অগাস্ট মাসে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর প্রতি সাত জনের একজন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে ফেইসবুক ব্যবহার করছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com