শিশু আইএসের ভিডিও প্রকাশ

সিরিয়ায় কথিত ইসলামিক স্টেটের জঙ্গিরা শিশুদের দিয়ে সামরিক বন্দি হত্যার একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওটির শুরুতে মাদ্রাসায় কোরান পড়ছে এরকম কিছু ছাত্রের ছবি দেখান হয়। একই সঙ্গে তাদেরকে কারাটে প্রশিক্ষণ দেওয়ার ভিডিও দেখানো হয়।

বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের ভেতর থেকে ছয়জন শিশুর নাম ঘোষণা করা হয়েছে ওই ভিডিওতে। তারপর দেখা যায় ওই শিশুরা ধ্বংস হয়ে যাওয়া একটি দুর্গের ভেতরে ও চারপাশে দৌড়ে বেড়াচ্ছে।

দেখে মনে হচ্ছিল, শিশুরা যাদেরকে হত্যা করবে তাদেরকে সেখানে খুঁজে বেড়াচ্ছে। এসময় তাদের হাতে পিস্তল তুলে দেওয়া হয়।

এক সময় তারা হাত বাঁধা অবস্থায় বন্দিদের খুঁজে পায়। তারপর প্রত্যেক শিশু এক একজন বন্দিকে হত্যা করে। এদের মধ্যে পাঁচজনকে হত্যা করা হয়েছে গুলি করে। আর একজনকে গলা কেটে।

এর আগেও আইএস তাদের হাতে আটক বন্দিদের জবাই করে ও আগুনে পুড়িয়ে হত্যার ভিডিও প্রকাশ করেছে। কিন্তু শিশুদেরকে দিয়ে জিম্মিদের হত্যা করার ভিডিও এটাই প্রথম বলে জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যমটির এক সংবাদদাতা মনে করেন, এই ভিডিওটি দিয়ে আইএস বোঝাতে চাইছে তারা নতুন প্রজন্মের জিহাদি তৈরি করছে। যারা আগামীতেও তাদের শত্রুদের বিরুদ্ধে বর্বরতা অব্যাহত রাখতে পারবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com