বেলুনে ঘেরাও হবে পৃথিবী

দুর্গম এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দিতে বেলুনে বেলুনে পৃথিবী ঘেরাও করবে গুগল।

বিবিসি জানায়, এই বেলুনগুলোতে বাঁধা থাকবে দুটি করে রেডিও ট্রান্সিভার, যেগুলো নিরবিচ্ছিন্নভাবে ডাটা আদান- প্রদান করতে পারে। অবস্থান ঠিক রাখার জন্য থাকবে একটি করে ফ্লাইট কম্পিউটার ও জিপিএস কম্পিউটার।

মাটিতে অবস্থিত অ্যান্টেনার সাহায্যে বেলুনগুলোর ইন্টারনেট কিট সেকেন্ড প্রতি ১০ মেগাবিট ডেটা সরবরাহ করতে পারবে বলে বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসি আরও জানায়, ইন্দোনেশিয়ার তিনটি মোবাইল ফোন নেটওয়ার্ক গুগলের এই পরীক্ষামূলক প্রকল্পে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেছে।

এর আগে শ্রীলংকা 'প্রোজেক্ট লুন' নামের একটি প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পরীক্ষা কার্যক্রমে গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

এই প্রকল্পের অংশ হিসেবে নিউজিল্যান্ড থেকে একসাথে ৩০টি বেলুন উড়ানো হয়েছিল। যখন গুগল ২০১৩ সালে প্রথমবারের মতো ‘প্রোজেক্ট লুন’ এর ঘোষণা দেয়।

আগামী বছর নাগাদ পৃথিবী ঘিরে এই বেলুনের রিং তৈরি হয়ে যাবে বলে আশা করছে গুগল।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com