লিপ সেকেন্ড

২০১৫ লিপিয়ার নয়, তাই এ বছর বাড়তি একটি দিন পাওয়া যাবে না। তবে এবছর ৩০ জুনের সঙ্গে বাড়তি একটি সেকেন্ড যুক্ত হচ্ছে। আর সেটিই লিপ সেকেন্ড।
লিপ সেকেন্ড

অনলাইন পত্রিকা লাইভ সায়ান্সের এক প্রতিবেদনে মেরিল্যান্ডের গ্রিনবেল্টে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী ডেনিয়েল ম্যাকমিলান বলেন, “সূর্যকে ঘিরে পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের গতি ধীরে ধীরে হলেও সামান্য কমছে।

এ কারণেই দিনের সঙ্গে বাড়তি সেকেন্ড যুক্ত হচ্ছে।”
কাউকে একদিন সমান কত সেকেন্ড জিজ্ঞাসা করা হলে সে অংক করে বলে দেবে ৮৬,৪০০ সেকেন্ড।
কিন্তু একটি সৌরদিন সমান কত সেকেন্ড সেটা হিসাব করতে গেলে বলতে হবে প্রায় ৮৬,৪০০ দশমিক ০০২ সেকেন্ড।

এর কারণ, পৃথিবীর আবর্তনের গতি সামান্য হলেও কমছে। 
নাসার গবেষকরা বলেন, পৃথিবী, সূর্য ও চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির লড়াইয়ের কারণেই এমনটা হচ্ছে। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com