চিত্রশিল্পী পাবলো পিকাসোর জন্মদিন

বিশ্ব বিখ্যাত চিত্র শিল্পী পাবলো পিকাসোর জন্মতারিখ ১৮৮১ সালের ২৫ অক্টোবর। সেই অনুসারে আজ তার ১৩৩ তম জন্মদিন। 

গোগো নিউজের এক প্রতিবেদনে জানা যায়, তার পুরো নাম পাবলো ডিয়েগো হোসে ফ্রান্সিসকো ডি পাউলা জুয়ান নেপোমুসেনো মারিয়া ডি লোস রেমেডিওস সাইপ্রিয়ানো ডে লা সান্টিসিমা ট্রিনিডাড রুইজ ওয়াই পিকাসো।

বিভিন্ন যাজক ও আত্মীয়দের শ্রদ্ধা প্রকাশের জন্য তাকে অনেক গুলো নাম দেয়া হয়েছিলো।

এই স্প্যানিশ চিত্রশিল্পীর শৈল্পিক প্রতিভা খুব ছোট বেলাতেই প্রকাশ পায়। এবং এতদিন পরেও

পৃথিবীর সেরা শিল্পীদের মধ্যে তার নাম উচ্চারিত হয়। 

তিনি 'কিউবিজম' চিত্রকলার একটি মাধ্যম আবিষ্কার করেন। এখনে বস্তুকে ভেঙ্গে, বিশ্লেষণ করে নতুন কিছুতে পরিণত করে শৈল্পিক মাত্রা দেওয়া হয়।

তার বিখ্যাত কাজগুলোর মধ্যে গুয়ের্নিকা অন্যতম।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com