নেপালের টুকিটাকি

পর্যটকদের জন্য মনোমুগ্ধকর দক্ষিণ এশীয় দেশ নেপাল। সর্বোচ্চ ১০টি পর্বতের আটটিই নেপাল ও চীনের সীমান্ত জুড়ে অবস্থিত।

এখানে শতকরা ৮০ ভাগ মানুষই হিন্দু ধর্ম অনুসারী। এদেশের রাজধানী কাটমুণ্ডু। সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালেই।  

কাঠমুন্ডুর উপত্যকায় পাওয়া নিওলিথিক যুগের বেশকিছু উপাদান দেখে বিশেষজ্ঞরা মনে করেন, হিমালয় অঞ্চলে প্রায় নয় হাজার বছর থেকে মানুষ বসবাস করছ এবং প্রায় আড়াই হাজার বছর আগে নেপালে তিব্বতী-বর্মীয় জনগোষ্ঠীর বাস ছিল।

গোগো নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এই অঞ্চলটিতে সাকিয়া নামে এক রাজ্য ছিল। যার এক সময়কার রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম। তিনি গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামেই পরিচিত। 

নেপালের ভৌগোলিক আকার আকৃতি চতুর্ভুজের মত। নেপালের মোট আয়তন প্রায় ১,৪৭,১৮১ বর্গকিমি। এটি পৃথিবীর দরিদ্রতম ও অনুন্নত দেশগুলোর মধ্যে একটি।

নেপালে চামরী গাই দেখা যায়। এদের গা কালো বা ধূসর লম্বা লম্বা লোমে ঢাকা। এই শক্তিশালী প্রাণিগুলো অনায়াসে অনেক উঁচুনিচু পথ পাড়ি দিতে পারে।

সবচেয়ে মজার ব্যাপার হল সেখানে কোন কিছু পা দিয়ে স্পর্শ করাকে অপরাধ হিসেবে নেয়া হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com