৪৪ দিনে বিশ্ব ভ্রমণ

আমেরিকার সাউথ ড্যাকোটার ১৯ বছর বয়সী ম্যাট গুথমিলার  পৃথিবীর চারদিকে একা বিমান নিয়ে ঘুরে ৪৪ দিনে বিশ্ব রেকর্ড করেছেন।

গোগো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ম্যাট সবচেয়ে কম বয়সী ব্যাক্তি হিসেবে পৃথিবী ভ্রমণের রেকর্ড গড়েছেন।

এমেলিয়া এয়ারহার্ট উপাধি পেতে গত ২৩ জুন ম্যাট উড়েছিল সবচেয়ে কম বয়সী নারী হিসেবে পৃথিবী ভ্রমণের রেকর্ড করতে।

আর প্রথম এমেলিয়া এক ইঞ্জিন বিমান নিয়ে এই রেকর্ডটি করেন ১৯৩২ সালে যার পাঁচ বছর পর তিনি প্রশান্ত মহাসাগরে একটি দুই ইঞ্জিনের বিমান নিয়ে হারিয়ে যান। 

গুথমিলার ৪৭০০০ কিমি (২৯০০০ মাইল) এক ইঞ্জিন উড়োজাহাজ ১৯৮১ বিচহার্ট এ৩৬ নিয়ে ৪৪ দিন ধরে পৃথিবী ভ্রমণ করেন।

এ সময় তিনি ইংল্যান্ড, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইনসহ ১৪টি দেশে থেমেছিলেন।

তার উদ্দেশ্য ছিল ২৬ জুলাইয়ের আগে ফিরে জ্যাক উইগান্ডের ২১ বছর বয়সে করা রেকর্ডটি ভাঙা এবং সে এটা করতে পেরেছিল।

গুথমিলার নিয়মিত ছবি এবং খবরাখবর সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল এবং স্যাটেলাইট টেলিফোনে তার অভিভাবককে ফোন করেছিল।

সোমবার সেন ডিয়াগোতে ল্যান্ড করার পর গুথমিলার হাসছিল কিন্তু তাকে ক্লান্ত দেখাচ্ছিল।

নেমে সে বলেছিল,"আমি ভেবেছিলাম ফিরে যাওয়াই ভালো।"

গুথমিলারের অভিভাবক ও কো স্পোন্সর মাইক বরডেন তাকে নিয়ে খুবই গর্বিত।

বরডেন বলেন,"তার জীবনে করতে যাওয়া বিস্ময়কর জিনিসগুলোর এটি একটি।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com