আগ্নেয়গিরিতে পড়ে শিশুর মৃত্যু

ইতালির আগ্নেয়গিরিতে পড়ে অভিভাবকসহ ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আগ্নেয়গিরিতে পড়ে শিশুর মৃত্যু

মঙ্গলবার নেপলসের পাশে পোজজৌলির জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘সলফাতারা’ আগ্নেয়গিরিতে ঘটা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

‘সলফাতারা’ আগ্নেয়গিরি থেকে সালফিউরাসের ধোঁয়া নির্গত হয়। এলাকাটির চার পাশে এক ধরনের চোরাবালি দিয়ে ঘেরা থাকায় এটার ভূমি ভারসাম্যহীন।

নেপলসের পুলিশ বলে, “চার সদস্যের পরিবারের সাথে শিশুটি তুরিন থেকে ভ্রমণে এসেছে। ভ্রমণের সময়, সে দর্শক সীমানার বাইরে চলে যায়।”

“শিশুটি আগ্নেয়গিরির ধোঁয়ায় অচেতন হয়ে পড়ে ও চোরাবালি তাকে টেনে নিয়ে যায়, তখন তার বাবা মা তাকে সাহায্য করতে গেলে তাদের মৃত্যু হয়।” 

পুলিশ বলছে, “পরিবারের ৭ বছরের আরেক শিশু বেঁচে আছে।”

আন্তজার্তিক গণমাধ্যম ‘সিএনএন’ প্রতিবেদনে ‘এএনএসএ’ সংবাদ সংস্থার বরাত দিয়ে উল্লেখ করেছে, আগ্নেয়গিরি এলাকায় প্রবেশ পথের একটি বারের মালিক ‘আরমান্দো গুয়েররিয়ের বলেন, “আমি এখানে ৪০ বছর ধরে এখানে আছি। কখনও এমন দুর্ঘটনা ঘটেনি।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com