‘সমরবিদ সম্রাট আলেকজান্ডার’

মেসিডোনিয়ার দ্বিতীয় ফিলিপ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দিতে সেখানকার রাজা ছিলেন। তিনি গ্রিসের সব নগর রাষ্ট্র জয় করেন। এই রাজার পুত্র আলেকজান্ডার, ‘মহামতি আলেকজান্ডার’ বা 'আলেকজান্ডার দ্য গ্রেট নামে পরিচিত'।

সামরিক কৌশলের দক্ষতার জন্য আজও বিশ্বখ্যাত এই সমরবিদ সম্রাট। তিনি ২০ বছর বয়সে পিতার মৃত্যুর পর রাজা হন।

আলেকজান্ডার, দার্শনিক অ্যারিস্টটলের কাছে ১৩ বছর বয়সে অধ্যয়ন শুরু করেন তিনি। আর পিতার সেনাপতির কাছ থেকে শেখেন, যুদ্ধ করা, শিকার ইত্যাদি।  

শিক্ষা শেষে রাজা ফিলিপ তাকে রাজপ্রতিনিধি ও উত্তরাধিকারী হিসেবে নিয়োগ করেন। এরপর তিনি বাইজেন্টিয়ন আক্রমণ করতে গেলে থ্রেস অঞ্চলের মাইদোই জনজাতিরা বিদ্রোহ শুরু করে। তখন তাদের বিতাড়িত করার মাধ্যমেই আলেকজান্ডারের যুদ্ধে নেতৃত্ব শুরু হয়।  

মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্য্যন্ত প্রাচীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে অন্যতম একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি। 

একাধিক রাজ্য জয় করার ফলে তার শাসনামলে বিভিন্ন সভ্যতা যেমন মিশর, গ্রীক, পারস্য ইত্যাদি মিলে নতুন এক সভ্যতার সূচনা হয়। যা হেলেনেস্টিক সভ্যতা নামে বিশ্ববাসীর কাছে পরিচিত। 

আলেকজান্ডার জন্মের ৩২ বছর পরেই  খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দের ১০ জুন মতান্তরে ১১ জুন মারা যান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com