যে দেশে মধ্যরাতেও গোধূলির আলো

আমাদের দেশে দিনের বেলায় সূর্য উঠলেও কোন কোন দেশে বছরের একটা সময় রাতেও সূর্য উঠতে দেখা যায়। এমনই একটি দেশ হল নরওয়ে।

এটি ইউরোপের একটি রাজতান্ত্রিক দেশ। এখানে মধ্যরাতে সূর্যের দেখা মেলে। তাই একে নিশীথ সূর্যের দেশ বলা হয়।

নরওয়েতে উত্তর গোলার্ধের গরমে কয়েক মাস সূর্য অস্ত না গিয়ে সবসময়ই আকাশ আলোকিত রাখে, কিন্তু শীতকালে কয়েক মাস সূর্য উঠেই না।

তবে এটা মোটেও অলৌকিক কোন ব্যাপার নয়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।

পৃথিবীর অক্ষরেখা তার সমতলের ২৩.৫ ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে যায়, আবার শীতকালে সেখান থেকে সরে যায়। ফলে এই ঘটনা ঘটে।

৬০ ডিগ্রি অক্ষাংশে অবস্থিত নরওয়ের রাজধানী অসলোয় জুন-জুলাই মিলিয়ে দুমাস সবসময় দিনের আলো থাকে। মানে এ সময়ে এখানে সূর্য কখনও সম্পূর্ণ ডোবে না। ফলে এ সময় রাতের অন্ধকারের পরিবর্তে গোধূলীর আলো পড়ে সারারাত।

অসলো শহর দেশটির প্রায় দক্ষিণ অংশে অবস্থিত। আরও উত্তরে ৭২ ডিগ্রি অক্ষাংশে আরও বেশিদিন এ সময় সূর্যালোক থাকে।

শুধু অসলো নয়, প্রায় একই অক্ষাংশে অবস্থিত সুইডেনের স্টকহোম বা ফিনল্যান্ডের হেলসিংকিতে ও রাশিয়ার বহু অঞ্চলে এর কাছাকাছি ঘটনা দেখা যায়। তবে বিশ্বজুড়ে নরওয়েই মধ্যরাতের সূর্যের দেশ হিসেবে পরিচিত।

প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দৃশ্য দেখার জন্য আসেন। রাতে সূর্যের আলো দেখা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com