ভাষা শিখতে পড়া-লেখা-শোনা-বলার বিকল্প নাই 

মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষা শেখাই কঠিন। কিন্তু লেখাপড়া করতে গিয়ে ইংরেজি শিখতেই হচ্ছে। এ ক্ষেত্রে অনেক শিক্ষার্থী বিষয়টি বাগে আনতে পারে না।

আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার বিকল্প নাই। তাই আবশ্যিক বিষয় হিসেবে নার্সারি ক্লাস থেকেই ইংরেজি পড়তে হয়।

এ বিষয়ে দক্ষরা স্কুল, কলেজ, উচ্চশিক্ষা সবখানেই অগ্রাধিকার পায়। কিন্তু অনেক ছাত্র-ছাত্রীই বিষয়টিকে ভয় পেয়ে এড়িয়ে চলে আর পরীক্ষায় ভাল ফল করতে পারে না।  

নবম শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণা ইংরেজিকে ভয় পায়। অন্য বিষয়গুলো অনায়াসে আয়ত্ত্ব করতে পারলেও ইংরেজি বিষয়টিকে এড়িয়ে চলে ও। ইংরেজি বিদেশি ভাষা হওয়ায় এ সমস্যা বলে তার ধারণা।    

সম্পদ নামের আমার এক বন্ধু এবার এসএসসি পরীক্ষায় শুধু ইংরেজি বিষয়ে ফেইল করেছে।

ছোটবেলা থেকেই সে বিষয়টিকে আয়ত্ত্ব করতে পারে না বলে খুব হতাশ।  

সম্পদ বা কৃষ্ণা ছাড়াও অনেক শিক্ষার্থী আছে যারা ইংরেজিকে খুব ভয় পায়।

এ বিষয়ে গোপালগঞ্জের রামদিয়া শ্রী কৃষ্ণ শশীকমল বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক বুলবুল কান্তি বিশ্বাসের ধারণা, পরীক্ষায় ইংরেজিতে খারাপ করার মূল কারণ হচ্ছে শিক্ষার্থীদের ইংরেজি ভীতি।  

ভয় না পেয়ে করে বুঝে পড়ার পরামর্শ দেন তিনি।

তার মতে, ইংরেজিতে ভাল করতে চাইলে, প্রথমে শব্দভাণ্ডার বাড়াতে হবে আর ভালো করে ব্যাকরণ শিখতে হবে।

এছাড়া সঠিক উচ্চারণে পড়া, লেখা, শোনা ও বলার ওপরেও জোর দেন। 

তিনি ইংরেজি গল্পের বই পড়া, গান ও সংবাদ শোনা ও সিনেমা দেখতেও পরামর্শ দেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com