এসএসসি পরীক্ষার শুরুতেই হরতাল  

সোমবার থেকে এসএসসি পরীক্ষা শুরু। কিন্তু পরীক্ষার্থীরাও ছাড় পেল না অবরোধ আর হরতাল থেকে।  

রোববার থেকে টানা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এতে অনিশ্চিত হয়ে পড়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শঙ্কায় দিন কাটাচ্ছে ১৫ লাখ পরীক্ষার্থী।

রাজশাহীর গভর্নমেন্ট ল্যাবেরটরি হাই স্কুলের পরীক্ষার্থী জোবায়ের বলে, " খুব উদ্বেগের মধ্যে দিন কাটছে। সন্দেহ হচ্ছে যে আদৌ পরীক্ষা হবে কি না বা কবে শেষ হবে? এসব ভাবনায় খুব খারাপ সময় কাটছে"।

সব ছাত্রের মুখেই একই কথা। তাদের মতে পরীক্ষা যত তাড়াতাড়ি শেষ হয় তত ভাল।

নাম না জানিয়ে একজন অভিভাবক বলেন, সরকারী ও বিরোধী দল তাদের নিজেদের ফায়দার জন্য আমাদের সন্তানদের ভবিষ্যৎ খারাপ করে ফেলছে। তিনি পরীক্ষার সময় এ ধরণের কর্মসূচি না দেয়ার অনুরোধ জানান।       

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com