কিন ব্রিজ আর লাল ঘড়িঘর

যার জন্মস্থান যেখানে তার সে জায়গার প্রতি দুর্বলতা থাকা মানুষের সহজাত প্রবৃত্তি। আমারও ঠিক তাই। আমার জন্মস্থান সিলেট আমার খুব প্রিয় শহর।

জন্মস্থান না হলেও এই শহরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তুমি একে ভালবাসতে বাধ্য হবে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে সিলেট যার রূপের কথা একদিনে বলে শেষ করা যাবে না।

সুরমা নদীর পাশে আমার শহর অবস্থিত। এই নদী যেন পাহাড়ি সিলেটের গলায় লেপ্টে থাকা রুপোর হার। আর এর ওপর ধনুকের মতো ঝুলে রয়েছে লাল ক্রিন ব্রিজ। এই ব্রিজকে সিলেটের প্রবেশ পথ বলা হয়।

ব্রিটিশ শাসনামলে ক্রিন ব্রিজ তৈরি করা হয়। ১৯৩৬ সালে স্যার মাইকেল ক্রিনের নির্দেশে এই ব্রিজ তৈরি হয়। তাই তার নাম অনুসারে এই ব্রিজকে ক্রিন ব্রিজ বলে।

কিন্তু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি আর্মির আক্রমণে ব্রিজটির অনেক ক্ষতি হয়। পরে ১৯৭৭ সালে বাংলাদেশের  রেলওয়ে এই বিধ্বস্ত ব্রিজটি মেরামত করেন।

এরপাশেই সুরমা নদীর তীরে রয়েছে জমিদার আলী আমজাদ খানের তৈরি লাল ঘড়িঘর। গম্বুজ আকৃতির লাল ঘড়িঘর টি আলী আমজদের ঘড়িঘর নামে পরিচিত। ঘড়িটি প্রতি ঘন্টায় ঘন্টায় ঢং ঢং আওয়াজে মনে করিয়ে দেয় কয়টা বাজে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com