বিশ্ব শিশু অধিকার দিবস

সারাবিশ্বে পালিত হচ্ছে শিশু অধিকার দিবস ২০১৪। জাতিসংঘের সাধারণ সভায় ১৯৮৯  সালের ২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয়। আন্তর্জাতিক শিশু সনদে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্য বাংলাদেশ অন্যতম।

অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিশ্ব শিশু অধিকার দিবস পালন করা হয়েছে। আর এর সাথে শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহ- ২০১৪।

এ উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন সভা, সেমিনার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ তার এক বাণীতে বলেছেন, শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে শৈশব থেকেই দেশপ্রেম ও মানবিক গুণের বিকাশ ঘটাতে হবে।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যতে বিশ্ব পরিচালনায় নেতৃত্ব দেবে, সভ্যতা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com