সৃজনশীল যেন আবোল তাবোল

‘স্বশিক্ষিত মানেই সুশিক্ষিত' প্রমথ চৌধুরী এ কথাটি জেনেও আমরা শিক্ষার জন্য অন্যের সাহায্য নিই। তাই ব্যাগ কাঁধে স্কুলে যাই সবাই।

স্কুলে জ্ঞান অর্জন করতে আমাদের স্বাভাবিকভাবেই শিক্ষকের উপর নির্ভর করতে হয়। তবে বর্তমান সৃজনশীল শিক্ষা ব্যবস্থা অনেক  শিক্ষককেই কঠিন সমস্যার মুখোমুখি দাঁড় করিয়েছে।

এই পদ্ধতি অনেক শিক্ষকই ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না। তাদের কাছেই বিষয়টি ধোঁয়াশা। তাই আমরা কেউ এই পদ্ধতি সম্পর্কে পরিষ্কার করে কিছুই বুঝতে পারছি না।

অনেক শিক্ষকই সৃজনশীল পদ্ধতির প্রশিক্ষণ পেয়েছেন। তাতে কে কতটুকু লাভবান হয়েছে জানি না। তবে শিক্ষার্থী হিসেবে আমি এখনও অন্ধকারেই রয়েছি। শুধু আমি বললে হয়ত ভুল হবে আমাদের স্কুলের অনেকের অবস্থাই আমার মতো।

শিক্ষার্থীরা মনে করে সৃজনশীল পদ্ধতিতে মুখস্থ করার দরকার নাই। শুধু প্রশ্নের সাথে সম্পর্ক থাকলেই হলো। তাই তারা পড়াশোনা না করে শুধু পরীক্ষার হলে গিয়ে আবোল তাবোল লেখে। আমার মনে হয় এতে অনেক শিক্ষার্থীই লেখাপড়া কমিয়ে দিচ্ছে।

তাই আমরা কেউই হয়ত সৃজনশীল হয়ে উঠতে পারছি না। আমরা আবোল তাবোলকে সৃজনশীল আর সৃজনশীলকে আবোল তাবোল বানিয়ে ফেলছি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com