বেড়েই চলেছে শিশু শ্রমজীবী

রাজশাহী নগরীতে দিনের পর দিন বেড়েই চলছে শিশু শ্রমিকের সংখ্যা। নগরের কাদিরগঞ্জ গোরহাঙ্গা গ্রেটার রোড এলাকাতেই কাজ করে ১৩ জন শিশু।

লেদ ও গ্যারেজে কাজ করা দুই শিশু সাগর (১৩) ও খাইরুলের (১০) সাথে কথা হয় হ্যালোর।

সাগর গ্রেটার রোডের আজিম মোটরস নামক একটি দোকানে কাজ করে। ওরা দুই ভাই ও এক বোন।

লেখাপড়ার গুরুত্ব ওকে কেউ বুঝিয়ে দেয়নি বলেই স্কুলে না গিয়ে সে নিজের ইচ্ছাতেই এই দোকানে কাজ করে। মাস শেষে পায় ১ হাজার টাকা। এই টাকা তার কাজের চেয়ে অনেক কম বলে সে হ্যালোকে জানায়।

সে বলে," আমি ১২ ঘণ্টা কাজ করি। কিন্তু আমাকে বড়দের চেয়ে অনেক কম বেতন দেয়া হয়।"

পাঁচ জনের সংসারে তার লেখাপড়ার সুযোগ হয়নি। তবে সুযোগ পেলে এখন সে লেখাপড়া করতে চায়।

তবে লেখাপড়া করতে না পারলেও এই কাজ দিয়েই অনেক বড় কিছু করতে চায় সাগর।

সাগরের মতো খাইরুলও একজন শিশু শ্রমিক। সে নগরীর ভদ্রা এলাকায় তিসা এন্টারপ্রাইজ নামের এক লেদের দোকানে কাজ করে।

সংসারে একটু সচ্ছলতা আনতে মার ইচ্ছায় সে এই কাজে আসে। তবে সারাদিন কাজ করেও সে কোন মুজুরি পায় না। শুধু খাবারের বিনিময়ে সে এখানে কাজ করে।

সে পড়ালেখা করেনি এবং কখনো করতেও চায় না।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com