এক পায়ে দাঁড়ান

বাসের হেল্পারের কাজ করে মোতালেব মিয়া। তার বয়স (৩৭)। একটা পা নেই তার। তার উপর আবার সে লোকাল বাসে হেল্পারের কাজ করে।

স্বাভাবিক ভাবেই সে বাসের যাত্রীদের কাছে ভাড়া চাইলেও কেমন যেন মায়া লাগে। তার ব্যবহার মুগ্ধ হওয়ার মতো।

এত গরম আর ভিড়েও তিনি সবার সাথে খুবই ঠান্ডা মাথায় কথা বলছেন।

সে বাসের সিট ধরে ভাড়ার জন্য সামনের দিকে যায়। কারণ জানতে একটু খেয়াল করলেই বোঝা যায় তার এক পা নেই। এতো প্রতিবন্ধকতা থাকার পরও তিনি বাস চালাতে চালককে সাহায্য করছে।

মোতালেব বলেন,"আমার মা-বাবার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমি। আমি বসে থাকলে আমার পরিবারের কি হবে?

"এক পা তো আছে। আমি তো সম্পূর্ন অকেজো না। ভাতে মরার চেয়ে একটু কষ্ট করাও ভাল।"

মোতালেবের দুই ছেলে ও এক মেয়ে। ছেলে দুটি কাপ্তান বাজার সরকারি প্রাইমারি স্কুল পড়ে।

সে জানায়, বেশ কয়েকবছর ধরে সে এ কাজ করছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com