ঈদ উপহার

পথশিশু ও এতিম শিশুদের ঈদ যেন আনন্দ নিয়ে আসে, তাদের মুখে হাসি ফোটাতে পারে, সেই লক্ষ্যে টাঙ্গাইলে পথশিশু ও এতিমদেরকে নতুন কাপড় বিতরণের আযোজন করে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থীরা ১৫ জুলাই সকালে এ আয়োজনের উদ্যোগ নেয়।  

প্রথম বারের মত আয়োজিত এ উৎসবে এগিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

তারা প্রায় ৩০ জন এতিম ও ৭০ জন পথশিশুর হাতে তুলে দেয় ঈদের নতুন জামা, এবং ঈদের সেমাই।

এসব শিশুদের ঈদ আনন্দে কাটবে এই ইচ্ছা নিয়ে কাজটির কথা ভাবে তারা।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন এতিমখানার এতিমদের মাঝে নতুন কাপড় বিতরণ করে সাইন্স ফ্যাকাল্টির ডিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীরা।

উদ্ধোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অন্যান্যরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com