'দুইডা টাকা দ্যান জামা কিনুম'

আমাদের দেশে অনেক শিশুকেই রাস্তায় বা বাজারে হাত পেতে ভিক্ষা করতে দেখা যায়। এদের অনেকেরই বাবা মা নেই, নেই দেখার মতো কোন আপনজন।

এমনই এক শিশু নাসির। কলেজে যাওয়ার পথে দেখা ওর সাথে। ওকে দেখে মনে হল ও একটু অস্বাভাবিক।

কাছে ডাকলাম। ডাকায় ভয় পেয়ে গেলো। বললাম ভয় পাওয়ার কিছু নেই। অভয় দিতেই কাছে এসে বলল,"ভাইয়া দুইডা টাকা দেন একটা শার্ট কিনুম।"

তার সাথে কথা বলে জানা গেল, সে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় থাকে। তার নাম নাসির। কোন ভাই বোন নেই। মা অনেক আগেই মারা গেছেন। দাদীর কাছে ছোট বেলা থেকে বড় হয়েছে ও।

বাবার কথা জানতে চাইলে জানায়, বাবা একজন দিন মজুর। বাবা অরেকটি বিয়ে করছে। সে বাবার সাথে থাকে না।

পড়াশুনার কথা জানতে চাইলে জানায়, তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনরকম পড়াশুনা করেছে। শুধু নিজের নাম লিখতে জানে। সে দুই বছর ধরে এভাবে ভিক্ষা করে নিজের খাবার জোটায়।

এভাবে প্রতিদিন কত টাকা পায় জানতে চাইলে সে হ্যালোকে জানায়, এই মাসে ১৫ দিনে বাজার থেকে সে এক হাজার টাকার মতো পেয়েছে। আর কিছু টাকা পেলে ঈদে নতুন জামা প্যান্ট কিনবে বলে জানায় নাসির।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com