মাদকের নেশায় পথশিশুরা  

-ওখানে কে রে? কে? ওখানে?

- (ভয়ার্ত কন্ঠে)আ…আ…আ… আমি

- আমি কে??

- আমি রফিক।

এই রাতে কি করিস ভাঙা বাড়ির ভেতর?

- কিছু না…

 - বাড়ি কই?

- নাই।

- থকিস কোথায়?

- রাস্তায়।

- পরিবার নাই?

- মা’য় মইরা গেছে। বাপে আর একটা বিয়া করছে। নতুন মা’য় খালি মারে। ভাত দেয় না। পালাইয়া আইছি।

(বিড়ির মতো একটা তীব্র গন্ধ নাকে এল। রফিক হাতের মুঠিতে কি যেন একটা লুকিয়ে রেখেছে। ওদিকে কে যেন উকি দিয়ে ভোঁ-দৌড় দিল)

- তোর হাতে ঐটা কি?

- গাঞ্জা।

- গাঁজা!! তুই এই বয়স এ গাঁজা খাচ্ছিস?

- ভাত পাই না । কি করুম? এক ভাই ছিল হের কাছ থেকা একবার খাইছি । হের পর থিকা খাই।

- ক্ষুধা লাগে না?

- নাহ…ক্ষিদা মইরা গেছে

- গাঁজা কিনিস টাকা পাস কোথায়?

- গাঞ্জা কিনতে টেহা লাগেনি? হেতেরা খাইয়া টাল হইয়া হালায় যায়গা ওডই আইনা খাই।

- আয় হোটেলে যাই, ভাত খা…

- ভাত খাইলে বুক জ্বলে। একটা কুকের বোতল কিনা দিবার পারেন। অনেক দিন খাইনা।

হ্যাঁ। কথা হচ্ছিল রফিকের সাথে। বয়স ১১ কি ১২ হবে। রাতে তারাবি নামাজ পরে বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটা বাড়ির নিচতলায় চোখ পড়ে।

সর্বনাশা মাদকের ছোবলে রফিকের মতো পথশিশুরা শেষ হয়ে যাচ্ছে।

তারা সাধারণত গাঁজা, হিরোইন, ঘুমের ওষুধ, ডান্ডি, পলিথিনের মধ্যে গামবেল্ডিং দিয়ে ও পেট্রলের গন্ধ নিয়ে নেশা করে। এরা নানা রকম মাদক পাচার ও বিক্রির সাথেও জড়িয়ে পড়েছে।

মাদকাসক্ত ৮০ শতাংশ পথশিশুরা নানা অপরাধমূলক কাজের সাথেও জড়িয়ে যায়।

দরিদ্র ও সামাজিক অবক্ষয়, সামাজিক ও রাষ্ট্রীয় অবহেলাসহ নানা কারণে এই সব শিশুরা নেশার দিকে ঝুঁকে যাচ্ছে। আর এর সবচেয়ে বড় কারণ হচ্ছে খুব সহজেই এসব নেশার জিনিস হাতের কাছে পাওয়া।

খাবার না খেলে তাদের চলে, কিন্তু নেশা না করলে তাদের চলে না। এতে ঘুম হয় না, বুক জ্বলে।
তাদের শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে না। অভাব ও বেকারত্বের সুযোগ নিয়ে মাদক ব্যবসায়ীরা পথশিশুদের ব্যবহার করে। মাদক ব্যবসায়ীরা নিজের স্বার্থে এদের মাদকের নেশায় আসক্ত করে।

এক শ্রেণির ব্যবসায়ীরা গরিব শিশুদের টোকাই বানিয়ে ফেলছে কৌশলে। টাকার লোভ দেখিয়ে ওদের কাজে পাঠানো হচ্ছে। মাদকসেবী পথশিশুরা ধীরে ধীরে অপরাধী, সন্ত্রাসী হিসেবে গড়ে উঠছে।

আজ এক রফিকের সাথে দেখা হলো। সমাজে হয়ত আরো অনেক রফিকের দেখা মিলবে। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পথ শিশুই আছে যাদের খোঁজ আমরা জানিনা। হয়ত কোনো দিন জানতেও পারবো না। সব কিছু আড়ালেই থেকে যাবে।

শিশুরাই আগামীদিনের ভবিষ্যত। কিন্তু ভবিষ্যতের যদি এই হাল হয় তবে সমাজ তথা দেশ কোন দিকে এগুচ্ছে?? একুশ শতকের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করব আমরা?ধিক এই সমাজের প্রতি যেখানে প্রতিদিন হাজার হাজার টন খাবার নষ্ট হচ্ছে ।অথচ একমুঠো খাবার এর অভাবে হত দরিদ্র শিশুদের আজ এই অবস্থা।

আমাদের সকলেরই উচিত এই পথ শিশুদের পাশে এসে দাড়নো।রফিকের মত যেন আর কোনো শিশুর এই অবস্থা না হয়। একই সাথে মানণীয় সরকার এর কাছে পথশিশুদের পুনর্বাসন এর জন্য দৃষ্টি আকর্ষন করছি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com