স্কাউটদের জাম্বুরি ক্যাম্প

গাজীপুরের মৌচাকে নবম বাংলাদেশ ও প্রথম সানসো স্কাউট জাম্বুরি-২০১৪ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ৮ দিনব্যাপী এ জাম্বুরির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাম্বুরিতে অংশ নিয়েছে ৮ হাজার স্কাউট সদস্য ও কর্মকর্তা। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা ও ভুটানের স্কাউটরা জাম্বুরিতে অংশ নেয়।

ডিসেম্বরে এ জাম্বুরি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা হয়ে উঠেনি।

জাম্বুরি চলাকালে নারী স্কাউটিংয়ের ২০ বছর পূর্তি উদযাপন করা হবে বলেও জানানো হয়েছে।

জাম্বুরিরর বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রী পরিষদ সদস্য ও সচিবরা উপস্থিত থাকেন।

স্কাউটিং জাম্বুরির মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব বন্ধনের সুযোগ পাওয়া যায়। স্কাউটরা নিজেদের যোগ্যতা, জ্ঞান উপস্থাপনের মাধ্যমে দক্ষতা ও নৈপূণ্যতা দেখানোর সুযোগ পায়। স্কাউটরা নিজেদের সুযোগ্য করে গড়ে তোলার সুযোগ পায়।

এবার জাম্বুরি প্রোগ্রামকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। এগুলোর মধ্যে প্রথম অংশের অ্যাডভেঞ্চার হবে প্রতিযোগিতামূলক। এতে অংশগ্রহণের মাধ্যমে স্কাউটরা জাম্বুরি স্টিকার অর্জনের পাশাপাশি ইউনিটসমূহের স্কাউট দক্ষতার মান পরিমাপ করতে পারবে। 

দ্বিতীয় অংশের অ্যাডভেঞ্চারগুলোতে অংশগ্রহণ করে স্কাউটরা জ্ঞান অর্জন ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করতে পারবে। তৃতীয় অংশের কার্যক্রমগুলো মূলত কেন্দ্রীয়, ভিলেজ ও সাব ক্যাম্প ইভেন্ট হিসেবে বাস্তবায়িত হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com