বিশ্ব ক্যান্সার দিবস

ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ক্যান্সার দিবস পালিত হয়।
বিশ্ব ক্যান্সার দিবস

এ দিবসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সার প্রতিরোধ ও ক্যান্সার রোগীদের জীবন ধারার মান উন্নয়নে ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইন্সট ক্যান্সার’-কে সহায়তা করে থাকে।

বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ক্যান্সার দিবস পালিত হচ্ছে। এবারের ক্যান্সার দিবসের প্রতিপাদ্য হলো, উই ক্যান, আই ক্যান।

ক্যান্সার বা কর্কটরোগ হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল। সহজে সনাক্ত করতে না পারায় এ রোগে মৃত্যুর হার অনেক বেশি। যেসব কারণে ক্যান্সার হয় তার মধ্যে ধূমপান, পান-জর্দা-তামাকপাতা খাওয়া, সবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার কম খাওয়া, ব্যায়াম না করা, শারীরিক স্থূলতা বা বেশি ওজন, আল্ট্রাভায়োলেট রশ্মির কারণে ক্যান্সার হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে, বিশ্বে প্রতি বছর প্রায় ৮২ লাখ লোক ক্যান্সার রোগে মারা যায়।

প্রায় দুশো প্রকারেরও বেশি ক্যান্সার আমাদের শরীরে বাসা বাঁধে। যার প্রত্যেকের বৈশিষ্ট্য ও চিকিৎসা পদ্ধতি আলাদা।

ক্যান্সারের বিভিন্ন ধরণ যেমন, কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা, লিউকেমিয়া ইত্যাদি’র জন্য চিকিৎসাও এক এক ধরনের হয়ে থাকে। যাদের মধ্যে অন্যতম অস্ত্রোপচার, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি ইত্যাদি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com