মধ্যযুগের বাঙালি কবি

মধ্যযুগে বাংলা সাহিত্যের কবিদের মধ্যে অন্যতম ছিলেন আলাওল।
মধ্যযুগের বাঙালি কবি

কবি আলাওল জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন আরাকানে।  জন্ম ১৫৯৭ সালে, মাদারিপুর জেলায়। প্রথমে তিনি আরাকান রাজার সেনাবাহিনীতে কাজ নেন। পরে তার কাব্য প্রতিভার পরিচয় পাওয়া গেলে তিনি হয়ে যান আরাকান রাজসভার সভাকবি।

এসময় তিনি আরবি, ফারসি ও হিন্দি সাহিত্য রচনা করতেন। কবিদের বিভিন্ন বৈশিষ্ট বিবেচনায় রেখে এক সময় আলাওলকে কবিদের মধ্যে সর্বোচ্চ স্থান দেওয়া হয়।  

কবি মালিক মোহাম্মদ জয়সীর হিন্দি কাব্য পদুমাবৎ-এর অনুবাদ করে তিনি লেখেন পদ্মাবতী। এটা ছিল কবি আলাওলের প্রধান কাব্য। টানা তিন বছর চেষ্টার পর তিনি ১৬২৭ সালে এ কাব্য সম্পন্ন করেন।

আরাকান রাজার আত্মীয় সৈয়দ মুসার উৎসাহে তিনি দুটি পারস্য গ্রন্থও লেখেন। এছাড়া তিনি কবি দৌলত কাজির 'সতী ময়না' নামের অসমাপ্ত গ্রন্থটিও সমাপ্ত করেন।

তিনি আরাকানের রাজসভার অন্যতম কবি হিসেবে পরিচিত হলেও সমগ্র বাঙালি কবির মধ্যে 'শিরোমনি আলাওল' নামেও পরিচিত।

অনন্য প্রতিভাবান এই কবি ১৬৭৩ সালে মারা যান। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com