বিশ্ব পর্যটন দিবস

বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।

এ বছর দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে, “Tourism For All; Promoting Universal Accessibility” অর্থাৎ “সকলের জন্য পর্যটন; সার্বজনীন পর্যটনের অভিগম্যতা।"

দিবসটির মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা।

পর্যটনের সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াও এই দিবসের অন্যতম লক্ষ্য।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার তত্ত্বাবধানে ১৯৮০ সালের পর থেকে বিশ্বব্যাপী ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত হয়ে আসছে।

বাংলাদেশে ২০১৬ সাল 'পর্যটন বর্ষ' হিসেবে পালিত হচ্ছে। এজন্যে দেশের পর্যটন আকর্ষণগুলোকে দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরতে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।

পর্যটন সক্ষমতা সম্পর্কিত ২০১৩ সালের একটি আন্তর্জাতিক প্রতিবেদনে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩, ২০১২ সালে ১৪৪টি দেশের মধ্যে ১১৮ এবং ২০১১ সালে ১৩৯টি দেশের মধ্যে ১২৯। ওই তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজারল্যান্ড, এশিয়ার জাপান ও সিংগাপুর রয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com