বিশ্ব নদী দিবস

বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস।

এবার বাংলাদেশে নদী দিবসের মূল প্রতিপাদ্য করা হয়েছে 'দূষণমুক্ত রাখি নদী।' তবে নদীমাতৃক বাংলাদেশে এখনও সচেতনতামূলক এ দিবসটি পালনে তেমন কোনো উদ্যোগ দেখা যায় না।

এছাড়া দখল-দূষণে বিপন্ন বাংলাদেশের নদনদী। এ পরিস্থিতির মধ্যেই এবারও পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস।

১৯৮০ সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করা হয়। সেই হিসাবে আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস।

এর শুরু করে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। এরপর ২০০৫ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে।

এর আগে আশির দশকের শুরু থেকে এ দিবসটি পালিত হতো কানাডায়। বাংলাদেশে ২০১০ সাল থেকে রিভারাইন পিপল নামের একটি সংস্থা এ দিবসটি পালন করে আসছে।

আমাদের দেশে এখন অনেক পরিবেশবাদী সংগঠন দিবসটি পালন করে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com