নতুন অমেরুদণ্ডী প্রাণি 'ভিক্টোরিওপিসা ব্রুনেইসিস'

প্রাণি জগতে যোগ হয়েছে নতুন এক অমেরুদণ্ডী প্রাণি। যার আবিষ্কারক বাংলাদেশি গবেষক ও বিজ্ঞানী ড. মো. বেলাল হোসেন।

বর্তমানে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।

তিনি নতুন এই প্রাণির বৈজ্ঞানিক নাম দিয়েছেন 'ভিক্টোরিওপিসা ব্রুনেইসিস' (Victoriopisa bruneiensis).

মৎস বিষয়ক ওই বিজ্ঞানী বলেন, এশিয়ার ব্রুনাই নামক দেশের ‘ব্রুনাই নদীর’ মোহনা থেকে আবিষ্কার ‘ভিক্টোরিওপিসা ব্রুনেইসিস’ আর্থোপোডা পর্বের। এটি অ্যামফিপোডা বর্গের ও ভিক্টোরিওপিসা (Victoriopisa) গণভুক্ত প্রজাতির।

সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি দেখতে অনেকটা চিংড়ি মতো। ১০.৮ মিলিমিটার দৈর্ঘ্যের এই প্রাণির বর্ণ স্বচ্ছ।

তবে, এই প্রাণিটি অন্য অ্যামফিপডস নামের প্রাণির মতো তিন খণ্ডে বিভক্ত, যার দেহের দুই পাশে চৌদ্দ জোড়া পা রয়েছে। এই পাকে ‘ওয়াকিং লেগস' বলা হয়।

এই সব পা দিয়ে প্রাণিটি হাঁটা ছাড়াও সাঁতার, খাবার সংগ্রহ ও নানাবিধ জৈবিক কাজ করে।

বাংলাদেশের ওই মৎস্য বিজ্ঞানী ২০১৫ সালে অস্ট্রেলিয়ান মিউজিয়াম রিসার্চ ইনস্টিটিউটে পোস্ট ডক্টরাল গবেষণার সময়ে প্রজাতিটি শনাক্তকরণ করেন। সে সময় তার সঙ্গে ছিলেন অ্যামফিপডস টাক্সোনোমিস্ট ড. লরেন হগস।

নিউজিল্যান্ড থেকে প্রকাশিত আন্তর্জাতিক জার্নাল জুটাক্সায় ১ জুন তার এই আবিষ্কারের স্বীকৃতি দেয়া হয়।

ওয়ার্ল্ড রেজিস্ট্রার ফর মেরিন স্পিসিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আবিষ্কৃত অ্যামফিপডস প্রাণি সংখ্যা প্রায় দশ হাজার।  

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com