অষ্টম শ্রেণির বিশ্বপরিচয় বইয়ে ভুল

অষ্টম শ্রেণির 'বাংলাদেশ ও বিশ্বপরিচয়' বইয়ে পৃষ্ঠা না থাকা ও ছাপা পরিষ্কার নয় বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজধানীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এই অভিযোগ করে।

বইয়ে পৃষ্ঠা না থাকা, ছাপা পরিষ্কার না, মলাট অনেকটা ছেঁড়াসহ নানা অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

স্কুলের আকাশ নামের এক শিক্ষার্থী জানায়, ওর বইয়ের প্রথম আট পৃষ্ঠা নেই। কারো কারো ক্ষেত্রে এই সংখ্যা আরও অনেক বেশি।

আবার অনেকের বইয়ে ছাপা স্পষ্ট নয় বলে অভিযোগ করে ও।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ শিক্ষার্থীর প্রথম আট পৃষ্ঠা, ১৬-২৫নং পৃষ্ঠা আবার কারো ৯৫-১০৪নং পৃষ্ঠাগুলো বাদ পড়েছে। বাধ্য হয়ে অন্য স্কুলের শিক্ষার্থীদের বই থেকে ফটোকপি করে পড়তে হচ্ছে তাদের।

রাউফুন রহিম নামের আরেক শিক্ষার্থী জানায়, তার বইয়ে কিছু পৃষ্ঠা হোয়াইট প্রিন্ট ও কিছু পৃষ্ঠা নিউজ প্রিন্ট। এছাড়া পৃষ্ঠায় ছাপানো লেখাও হয়েছে বাঁকা।

রাউফুন বলে, ''বছরের প্রথম দিন বই পাওয়ার কথা ছিল। প্রায় এক মাস পর আমরা বই হাতে পেয়েছি।

"আমরা এমনিতেই পিছিয়ে আছি। এখন এই ভুলগুলো আমাদের বিপদে ফেলেছে।"

এ ব্যাপারে স্কুলটির 'বাংলাদেশ ও বিশ্বপরিচয়'' বিষয়ের শিক্ষিকা ফারজানা নূপুর বলেন,  ''এটি হতাশাজনক। তবে এখন কিছু করার নেই। যে পৃষ্ঠাগুলো বাদ পড়েছে সেগুলো অন্যদের কাছ থেকে সংগ্রহ করতে হবে।''

পাঠদানে সমস্যার ব্যাপারে তিনি বলেন, "নতুন বইয়ে সমস্যা আছে। তাই আমি পুরনো বই ব্যবহার করছি।"

২০১০ সাল থেকে সরকার মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে। প্রাথমিকে বহু আগে থেকে তা বিতরণ চলছিল।

এ বছরের প্রথম দিন দেশের সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে।

বিনামূল্যের বইয়ের কাগজ ও ছাপার মান খারাপ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com