চর্মরোগে আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিবাহিত ও চর্ম রোগে আক্রান্ত শিশুরোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুইটি বেসরকারি সংস্থা দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে।

সেবা নিতে আসা শিশু শারমিনের সঙ্গে কথা হয় হ্যালোর।

ও জানায়, ছোট থেকেই ওর হাত ও পায়ের নখে সমস্যা। নখগুলো ধীরে ধীরে মারা যাচ্ছিল। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি ওর বাবা।

এ রোগে আক্রান্ত হওয়ার দীর্ঘ ১০ বছর পর শারমিন চিকিৎসা করাতে পেরে খুশি হয়েছে বলে জানায়।

এ ব্যাপারে চর্ম ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডা. গৌতম কুমার দেব শর্মা জানান, শারমিন নিকোমাইসিস রোগে আক্রান্ত। ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।

তিনি বলেন, ছয় থেকে ১২ মাস ওষুধ খেলে ও কিছু দিক নির্দেশনা মেনে চললে এ রোগ সেরে যাবে।

শারমিনের মতো শাহিনুর, সুমনাসহ ৬৫ জন পানিবাহিত ও চর্মরোগে আক্রান্ত দরিদ্র শিশুরোগীরা এই ক্যাম্প থেকে চিকিৎসা নেয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com