শহীদ মিনার নেই পীরগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৮০টি। এর মধ্যে মাত্র ২০-২৫টি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার আছে। তবে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই শিক্ষা অফিসে।

এছাড়া উপজেলার ২২টি মাদ্রাসার একটিতেও শহীদ মিনার নেই বলে জানা যায়।

সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলার পীরডাংগী এস আই সিনিয়র ফাজিল (বি এ) মাদ্রাসা কোনো শহীদ মিনার নেই।

এ ব্যাপারে কথা হয় চতুর্থ শ্রেণির ছাত্র আতিকুল ইসলাম এর সঙ্গে।

ও বলে, শহীদ মিনার নেই বলে ২১ ফেব্রুয়ারিতে কখনও ফুল দেওয়া হয়নি।

এমন কথা মাদ্রাসার লিমন, মাসুদ রানাসহ অনেকেরই।

এ বিষয়ে কথা হয় মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে।

তিনি বলেন, "গভর্নিং বোডের্র সিদ্ধান্ত হলেই শহীদ মিনার নির্মাণ করা হবে।"

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন জানান, ২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে শহীদ মিনার বানানোর নির্দেশ দিয়ে চিঠি এসেছে।

তিনি বলেন, "প্রধান শিক্ষকদের শহীদ মিনার নির্মাণের জন্য বলা হয়েছে। কিছু কিছু মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করেছে।

"তবে এখনও কোনো মাদ্রাসা শহীদ মিনার নির্মাণ করেনি।"

এ বিষয়ে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, "প্রত্যেক বিদ্যালয় ও মাদ্রাসায় শহীদ মিনার নির্মাণ করার নির্দেশনা দিয়ে হাইকোর্টে একটি রুল জারি হয়েছে।"

এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকেও চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শীঘ্রই সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com