বই মেলায় শিশুদের জন্য প্রহর

শিশুদের কথা মাথায় রেখে একুশে বই মেলায় চালু হয়েছে শিশুপ্রহর। প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যটন্ত ‘শিশুপ্রহর’ ঘোষণা করেছে আয়োজক কমিটি।

৫ ফেব্রুয়ারি শুক্রবার ছিল মেলার প্রথম শিশুপ্রহর।

এই প্রহরে বাবা-মায়ের হাতধরে মেলায় এসেছিল শিশুরা। খুঁজে বেরিয়েছে পছন্দের বই।

বিনোদন দিতে মেলায় উপস্থিত ছিল হালুম আর টুকটুকি। তারা শিশুদের সঙ্গে মজা করে। নানা অঙ্গ ভঙ্গিমায় ছবিও তুলে। শিশুদের কোলাহলে মুখরিত হয়ে উঠে মেলা।

শিশু প্রহর নিয়ে আনন্দিত শিশু ও অভিভাবকরা।

এ ব্যাপারে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আজমল তাহসিন মাহিব বলে, "টেলিভিশনে দেখেছি হালুম আর টুকটুকিকে।

"আমি মেলায় গিয়ে হালুমের সঙ্গে হাত মেলাবো।"

নাহিয়ান আরাফ আয়ান নামে আরেকজন শিশু বলে, "আমি মেলায় গিয়ে মোটু-পাতলুর বই কিনব। ভূতের গল্পের বইও কিনে রাখব।"

নাহিয়ানের মা বলেন, "মেলায় গিয়ে ছেলের পছন্দকে গুরুত্ব দেব। আমি চাই আমার সন্তানের বই পড়ার অভ্যাসটা ছোট বেলা থেকেই গড়ে উঠুক।"

এ ব্যাপারে শহীদ রমিজউদ্দিন কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক নূর নাহার ইয়াসমিন জানান, বাংলাদেশের শিশুসাহিত্যকে আরো সমৃদ্ধ করতে হবে। আর শিশুদের জন্য এভাবে বিশেষ করে আয়োজন করাটাও বেশ ইতিবাচক।

মেলার বর্ধিত অংশ সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি করা হয়েছে শিশু কর্ণার। সেখানে রয়েছে ৩৯টি  শিশু প্রকাশনা সংস্থা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com