'দেশটাকে পরিষ্কার করি'

রাস্তাঘাট পরিষ্কার রাখতে সচেতনতা তৈরির লক্ষ্যে 'দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৬' পালন করা হয়েছে।

একটি বেসরকারি সংগঠন এই আয়োজন করে। ফেইসবুকে ইভেন্টের মাধ্যমে একযোগে সারাদেশে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার স্বেচ্ছাসেবকরা ৬৪টি জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিষ্কার করেন। রাস্তাঘাটে পড়ে থাকা কলার খোসা, চিপস, চকলেট, সিগারেট ইত্যাদির প্যাকেট ব্যাগে জমা করে তা ডাস্টবিনে ফেলেন তারা।

পাশাপাশি লিফলেটের মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টাও করা হয়। ইভেন্ট তৈরির পাশাপাশি এ কার্যক্রম নিয়ে বানানো হয়েছে বিশেষ শর্টফিল্ম।

বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠন এই কাজে সাহায্য করে।

রাজধানী ঢাকার খিলগাঁওয়ে ২৫ জন স্বেচ্ছাসেবক মিলে রাস্তা ঝাড়ু দেন। খিলগাঁও রেইলগেট থেকে মালিবাগ পর্যন্ত তারা এ কার্যক্রম চালান। এ অঞ্চলের স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব দেন তানভীর আনজুম তুষার।

এ সম্পর্কে তিনি বলেন, "আমরা দেখাতে চাই তরুণ প্রজন্ম দেশকে ভালোবাসে। ভালোবাসে বলে আজ তারা রাস্তায় নেমে এসেছে পরিবর্তনের দৃঢ় প্রত্যয়ে।"

তুষার মনে করেন, দেশের রাস্তার অবস্থা পরিবর্তন করতে হলে আগে নিজেদের পরিবর্তন হতে হবে। তাই প্রত্যেকের সচেতন হওয়া উচিত।

সংগঠনটির বিভাগীয় সমন্বয়ক সাবরিনা তিশা এ ব্যাপারে হ্যালোকে বলেন, ''আমরা চাই মানুষ নিজের দেশকে নিজেরাই পরিষ্কার রাখুক। তাদের সচেতন করে তোলার জন্যই এ দিবস।''

এখন থেকে প্রতি বছরই ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার এ দিবস পালন করা হবে বলে তিনি জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com