ঠাণ্ডাজনিত রোগে বাড়ছে শিশুরোগী

হাসপাতালের বিছানায় বড় বোনের সঙ্গে খেলা করছে জুঁই আকতার। বয়স এক বছর।

ও কয়েকদিন আগে হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয় বলে জানান ওর মা রাবেয়া খাতুন।

রাবেয়া খাতুন বলেন, গত তিন দিন হাসাপাতালের বিছানাতেই তাদের দিন কাটছে। তবে জুঁই এখন কিছুটা সুস্থ।

এর সামনের বিছানাতেই মায়ের কোলে শুয়ে আছে সাত মাসের সুমাইয়া আক্তার। ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছে বলে জানা যায়। কৃত্রিম উপায়ে তার শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

রোববার ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ চিত্র দেখা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১০দিনে হাসাপাতলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু রোগী ভর্তি হয়েছে ৩৯জন আর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছে ১২জন শিশু।

এছাড়াও জ্বর, সর্দি, কাশি, হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা ১৪৪জন বলে জানা যায়।

শিশুদের প্রতি মায়েদের সচেতনতা বাড়ানোর মাধ্যমে এই পরিস্থিতির মোকাবেলা করা যাবে বলে জানালেন পীরগঞ্জ হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শাহ্ মো. জুবায়ের।

তিনি বলেন, অতিরিক্ত ঠাণ্ডা লাগার কারণেই শিশুরা মূলত ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। শিশুদের ঠাণ্ডা না লাগে সে ব্যবস্থা নিতে হবে।

"অনেক সময় মায়েরা বড়দের ডায়রিয়ার ওষুধ শিশুদের খাওয়ায়। এতে হিতে বিপরীত হতে পারে।"

এজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন তিনি।

হাসাপাতালে বর্তমানে শিশু ও বৃদ্ধরা বেশি ভর্তি হচ্ছে এ কথা জানিয়ে তিনি বলেন, বৃদ্ধরা হাঁপানি বা শ্বাসকষ্টে বেশি আকান্ত হচ্ছে।

বৃদ্ধ ও শিশুর অবস্থা খারাপ দেখলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com