বেহাল শহীদ আনোয়ারা পার্ক

রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্কটির দশা শোচনীয় হলেও সংস্কারে প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, চারপাশে ময়লা আবর্জনার স্তুপ। ছোট বড় গর্ত সারা পার্কেই। বসার বেঞ্চ আর ছাতাগুলোর অবস্থাও শোচনীয়। এছাড়া কিছু ছিন্নমূল পরিবার বসত গেড়েছে এখানে। এতে পার্কের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়েছে। এছাড়া খোলা জায়গায় মাদক সেবন করতেও দেখা যায় এখানে।

এ ব্যাপারে হ্যালোর সঙ্গে কথা হয় ফার্মগেটের বাসিন্দা রাকিব হোসেনের।

তিনি বলেন, "ফার্মগেট এলাকার একমাত্র পার্ক এটি। কিন্তু পার্কটিতে ঘুরতে যাওয়ার অবস্থা নেই।"

এটা মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে বলে জানান তিনি।

অন্য এক বাসিন্দা বলেন, এখানে ছিনতাই হয়। পার্কটি সংস্কার করা খুব দরকার।

তবে সংস্কারের সঙ্গে দেখভালের ব্যাপারেও সচেতন হওয়ার অনুরোধ করলেন তিনি।

এই অবস্থার মধ্যে পার্কের এক কোণে কয়েকজন শিশু খেলছিল।

এদের সঙ্গেও কথা হয় হ্যালোর।

কামরুল নামের এক শিশু বলে, কোথাও খেলার জায়গা না পেয়ে আমরা এখানেই খেলতে আসি। পার্কের অবস্থা একদমই খারাপ। শান্তিতে খেলতে পারি না। একটু পর পর বল গর্তে, ময়লার স্তুপে চলে যায়।

এছাড়া সব সময় খেলার জায়গাও পাওয়া যায় না বলে অভিযোগ করে ও।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com