ডিবেটারস কার্নিভাল অনুষ্ঠিত

ক্যামব্রিয়ান কলেজে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে "ডিবেটারস র্কানিভাল ২০১৬"-এর সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

বুধবার এই অনুষ্ঠান হয়।

এর আগের দিন মঙ্গলবার মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য কাজী রোজী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্ধোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন নটরডেম কলেজের প্রাক্তন প্রফেসর ও বিটিভির ইংরেজি বিতর্কের বিচারক প্রফেসর নাহিদ সুলতানা।

প্রতিযোগিতায় ঢাকার ১১টি কলেজের ২৪ জন  বিতার্কিক অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে ছয়টি বিজয়ী দলের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়।

এ সময় কাজী রোজী বলেন, "একজন শিশুর প্রথম শিক্ষালয় তার পরিবার, এর পরে তার শিক্ষা প্রতিষ্ঠান। তাই অভিভাক ও শিক্ষকদের শেখাতে হবে যে মনকে গড়ার জন্য মানসিক ও নান্দনিক সহযোগিতা দরকার।"

অংশগ্রহণকারী শাওন চৌধুরী (১৬) বলে, "বিতর্কে জয়-পরাজয় থাকবেই। জয়ীই হতে হবে এমন কোনো কথা নেই। অভিজ্ঞতাটা হল মূল হাতিয়ার। এখানে এসেছি নতুন কিছু শেখার জন্য।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com