জমে উঠেছে শীত কাপড়ের বাজার

শীত চলে এসেছে। তীব্রতা বাড়ার আগেই গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। ফুটপাথের দোকানগুলোতে ভিড় বাড়ছে চোখে পড়ার মতো।

শুক্রবার সরেজিমনে দেখা যায়, গাজীপুরের টঙ্গীর ফুটপাথগুলোতে জমে উঠেছে গরম কাপড়ের বাজার।

বাজার ঘুরে দেখা যায় ভ্যানে করে নতুন ও পুরাতন শীতের কাপড় বিক্রি করছেন বিক্রেতারা।

বেচা-কেনা জমে ওঠায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতা মজিদ মিয়া।

তিনি বলেন, ক্রেতার সংখ্যা বেশি। বেচাকেনাও মোটামুটি ভালো। মনে হচ্ছে সামনে বিক্রি আরো বাড়বে।

ফুটপাতের এই দোকানগুলোতে দাম একটু কম হওয়ায় শীতের কাপড় কিনতে অল্প আয়ের মানুষেরা ভিড় করেন এখানে।

রিকশা চালক আবুল কালাম বলেন, এখানে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। তাই ছেলেমেয়ের জন্য শীতের কাপড় কিনতে এসেছি।

পোশাক শ্রমিক রুমি বেগম বলেন, যে বেতন পাই তাতে সংসার চালাতেই কষ্ট হয়।  মন চাইলেও ছেলেকে দামী পোশাক কিনে দিতে পারি না।

চার বছরের ছেলের জন্য ৪৫০ টাকা দিয়ে নতুন সোয়েটার ও পাজামা কিনেছেন তিনি।

ফুটপাতের এসব দোকানগুলোতে ছোট-বড় সবার জন্য ৫০-৮০০ টাকার মধ্যে ভালো মানের শীতের কাপড় পাওয়া যাচ্ছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com