শুরু হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনী

বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ সামরিক জাদুঘরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

পহেলা ডিসেম্বর নয় পদাতিক ডিভিশন আয়োজিত প্রদর্শনীটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ঘুরে দেখা যায়, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ ও জাতির পিতার দুর্লভ আলোকচিত্র রাখা হয়েছে। এছাড়া ভাষা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের বেশ কিছু ছবি রয়েছে।

প্রদর্শনী দেখতে আসা শিশু মুজাহিদ সরকার বলে, এখানে এসে খুব ভালো লাগলো। মুক্তিযুদ্ধের এমন দুর্লভ ছবি আগে দেখিনি।

আরেক শিশু জুবায়ের রহমান জয় বলে, কত ত্যাগের বিনিময়ে এই দেশ তা দেখছি। সাধারণ মানুষ থেকে শুরু করে মুক্তিযোদ্ধারা সবাই কত কষ্ট করে দেশটাকে স্বাধীন করেছেন।

"শুধু বিজয়ের মাসে নয়, আমাদের উচিত সব সময় তাদের স্মরণ করা।"

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে। এছাড়া সন্ধ্যা ৫টা থেকে ৭টা পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র দেখানো হয়। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

প্রদর্শনী চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com